(১)
বর্ষাকালের সন্ধ্যাবেলা, ভারত বাংলাদেশ সীমানার এক গ্রাম মমিনপুর। গ্রামের বেশিরভাগ বাড়ি মোটামুটি সচ্ছল পরিবার। গ্রামের বেশিরভাগ মানুষ সীমান্তে চোরাকারবারি আর ডাকাতির সাথে জড়িত। এই সুন্দর শান্ত সন্ধ্যায় দু একজন মানুষের রাস্তায় হাঁটাহাটি, বাড়ির বউদের উঠোনে বসে গল্প আর পুরুষদের মাঠে চাষের কাজে বস্তুতা, বাচ্চাদের খেলাধুলা নিয়ে নিয়মিত শান্ত গ্রাম। এই গ্রামের মাঝ বরবার একটি ঘরের উঠোনে দুটি বাচ্চা নিজেদের মনে খেলছিল এমন সময় একজন লোক সকলের চোখ লুকিয়ে ছাগল মুরগীর জন্য তৈরি ঘরে ঢুকল। তারপরই কিছুলোক লাঠি-সোঁটা নিয়ে কাউকে খুঁজতে খুঁজতে হৈহল্লায় রাস্তা দিয়ে চলে গেলো। সেই শব্দে এক মহিলা বয়স প্রায় ৩০ এর কাছাকাছি হাতে একটি খালা নিয়ে তাতে চাল দিচ্ছিল এক ভিকিরি কে, মুখ তুলে রাস্তায় দিকে তাকালো।শুধুমাত্র টানা টানা চোখদুটো দেখা যায়,সুতির সালোয়ার-কামিজ,সস্তা কাপড়ের নেকাব পরা। দুধে আলতা হাতদুটো দেখা যায়,রোগা শরীর, হালকা মেদযুক্ত পেট, কিন্তু বেশ বড়ো দুটো স্তন, লম্বা মাত্র ৫ ফুটের কাছাকাছি, শুভ্র গায়ের রং, বউটির নাম ফাতেমা। শোওহর চোরাকারবারি দলনেতা,গত ৩ মাস ধরে কোনো খবর নেই।অনেকেই বলে সীমান্তের ওপারে ডাকাতি করে আসার সময় পুরো ডাকাত দলকে আটকেছে বিএসএফ।