অফিস থেকে বদলি করেছে আফজাল সাহেবকে। আফজাল সাহেব এর ফ্যামিলি সহ নিজেদের গাড়িতে করে যাচ্ছে নতুন এক অজানা জায়গায়,থাকার যায়গাটা লোকালয় থেকে বেশ কিছুটা দূরে বলা যায়, কিন্তু কি আর করার সরকারি চাকুরির এইতো জীবন, প্রায় ৭ঘন্টা ড্রাইভ করার পর এসে নামলেন তার থাকার জায়গায়, জায়গাটা লোকালয় থেকে দূর হলেও আফজাল সাহেব নিজেই বেছে নিয়েছেন এটি, অনেকটা বাঙলোর মতো নিচতলা একটি ভবন। ফাকাই আছে বছর এর পর বছর, দূরে হওয়াতে কেউ থাকে না বা থাকতে চায় না এই বাড়িতে, কিন্তু আফজাল সাহেব এর বহুদিনের ইচ্ছে এমন একটি বাড়িতে থাকার আশে পাশের পরিবেশ থেকে নিজের পরিবার সহ বিচ্ছিন্ন থাকার, কারন আগা গোড়া প্রাক্টিসিং মুমিন পরিবার তার, পরিবারে আছে তার বউ তাসনিম আক্তার, বয়স ৩৫ এর কাছেই কিন্তু দেখলে বুঝার উপায় নেই, আরো আছে তার বড় মেয়ে তামান্না, বয়শ এইবার ১৮হল, তারপর মেঝ ছেলে রাসেল বয়স ১৫ র একটু বেশি, আর তার সব থেকে আদরের মেয়ে রিমি, আসার আগের দিন তার ৯ম বছর এ পা দিল। পুরো দেহ ঢাকা তাদের নিকাব, বোরকা, হাত মোজায়, দূর থেকেই বুঝা যায় সম্ভান্ত্র মুসলিম পরিবার।
আফজাল সাহেব একজন সৎ, খোদাভীরু, উচ্চপদস্থ পুলিশ অফিসার, যেই এলাকায় এসেছেন এখানে অনেক দিন থেকেই সন্ত্রাসীদের আড্ডাখানা বলা যায়, আগের অফিসার অশীষ কুমার এর ছত্রছায়ায় এখানে হিন্দু নেতা, পাতি নেতা দের ভালোই দাপট, চাদাবাজি,রেপ,খুন খারাবি সব হয় নিয়মিত তাই তাকে এখানে বদলি করা হয়েছে, কিন্তু সে যদি জানতো এই বদলি তার জীবন এর সব কেড়ে নিবে।