Saiful
Active member
মুসলিম নারীদের হিন্দুকরণ:
আপনি যদি আমার গল্প পড়তে শুরু করেন,তবে দেখবেন গল্পের নায়ক সবসময়ই ব্রাহ্মণ বা কায়স্থ হয়,অর্থাৎ উচ্চবর্ণের হিন্দু।যদিও কায়স্থরাও শূদ্র কিন্তু পশ্চিমবঙ্গে বেশ শক্তিশালী সম্প্রদায়।
এখন আমি বেশ কিছু ঘটনা পর্যবেক্ষণ করেছি,যা থেকে এই গল্পগুলো লেখা শুরু করি।এক এক করে বলছি,
1)আমার এক ভাবি ছিল,মামাতো ভাইয়ের বউ,দেখেশুনে বিয়ে হয়েছিল।হিজাব পরেই চলাফেরা করত।বয়স মাত্র 22 একটা 7 মাসের মেয়েও ছিল।হঠাৎ একদিন একটা সাধারণ চাকরিজীবি ছেলের সঙ্গে ভেগে যায়।আমার মামার বড়বাজারের মত জায়গায় দোকান আছে,চারটা বাস চলে।তার একমাত্র ছেলে,সেই ছেলেকে ছেড়ে এক সাধারণ ছেলের প্রেমে,ঐ ছেলেটা ব্রাহ্মণ ছিল।ভাবির আব্বু-আম্মু ভালোবেসে নাম রেখেছিল আবিদা(আল্লাহর ইবাদতকারী) এখন সে অর্পিতা চক্রবর্তী নামে পরিচিত।
2)আমার এক খালাতো বোনের নিকাহ ফিক্স,হয়ে গিয়েছিল।এ অবস্থায় বাড়ি থেকে পালিয়ে এক কায়স্থ ছেলেকে বিয়ে করে,আফরিন থেকে সে এখন অনন্যা ঘোষ।
3)এটা যদিও চার বছর আগের কথা,আমি তখন 15।আমাদের এলাকারই একটা মেয়ে,যে কিনা মাদ্রাসায় পড়াশোনা করেছে।জান্নাত-জাহান্নামের ভয়ে ভীত,আবার হাফিজা সেইসঙ্গে আরবিতেও দক্ষ।ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ছিল,সেই কিনা 21 বছর বয়সে স্বামী সংসার ছেড়ে,একটা 38 বছরের 3 সন্তানের বাবা এক ব্রাহ্মণকে বিয়ে করে!এই চারবছরে আরো তিনটে বাচ্চার জন্ম দিয়েছে।মোট ছ'টা বাচ্চা পালে।আয়েশা থেকে সে এখন অন্বেষা।
এরকম উদাহরণ প্রচুর দেয়া যাবে,এই তিনটে মনে পড়ল তাই লিখলাম।এগুলো শুধু কলকাতার ঘটনা নয়,মুর্শিদাবাদের এক গ্রামে এক বছরে 57 টা মেয়ে হিন্দুদের বিয়ে করেছে,ঐ গ্রামের জনসংখ্যা মাত্র 4500।ঝাড়খন্ডে মৌলানার বিবি পালিয়েছে।বিহার,উত্তরপ্রদেশে এগুলো স্বাভাবিক হয়ে গেছে,দক্ষিণ ভারতেরও একই হাল।এগুলো কোন বিচ্ছিন্ন ঘটনা নয়।
মৌলানা তৌকির রাজার মতে এই সংখ্যা 10 লাখেরও বেশি।বহু ইসলামিষ্ট দল একে bhagwalovetrap বলে আখ্যায়িত করেছে।বিগত পঞ্চাশ বছরে ভারতে আন্তর্ধমীয় বিয়ের 70% মুসলিম পুরুষ,30% হিন্দু পুরুষ করেছে।কিন্তু আজ এই সংখ্যার 90% হিন্দু পুরুষের। কী এমন বদলিয়েছে শেষ দশ বছরে।
যৌনতা,অর্থ,প্রেম সেসব এত বড় সংখ্যায় এঘটনার উৎস হতে পারে না।কোন বিশেষ কারণে,সাধারণ মুসলিমা তো বটেই এমনকী পর্দাশীল,পাঁচ ওয়াক্ত নামাজী মোমিনারাও হিন্দুদের পছন্দ করছে?
আপনার কী মনে হয়?আপনার কোন অভিজ্ঞতা থাকলে সেটাও শেয়ার করুন।
আপনি যদি আমার গল্প পড়তে শুরু করেন,তবে দেখবেন গল্পের নায়ক সবসময়ই ব্রাহ্মণ বা কায়স্থ হয়,অর্থাৎ উচ্চবর্ণের হিন্দু।যদিও কায়স্থরাও শূদ্র কিন্তু পশ্চিমবঙ্গে বেশ শক্তিশালী সম্প্রদায়।
এখন আমি বেশ কিছু ঘটনা পর্যবেক্ষণ করেছি,যা থেকে এই গল্পগুলো লেখা শুরু করি।এক এক করে বলছি,
1)আমার এক ভাবি ছিল,মামাতো ভাইয়ের বউ,দেখেশুনে বিয়ে হয়েছিল।হিজাব পরেই চলাফেরা করত।বয়স মাত্র 22 একটা 7 মাসের মেয়েও ছিল।হঠাৎ একদিন একটা সাধারণ চাকরিজীবি ছেলের সঙ্গে ভেগে যায়।আমার মামার বড়বাজারের মত জায়গায় দোকান আছে,চারটা বাস চলে।তার একমাত্র ছেলে,সেই ছেলেকে ছেড়ে এক সাধারণ ছেলের প্রেমে,ঐ ছেলেটা ব্রাহ্মণ ছিল।ভাবির আব্বু-আম্মু ভালোবেসে নাম রেখেছিল আবিদা(আল্লাহর ইবাদতকারী) এখন সে অর্পিতা চক্রবর্তী নামে পরিচিত।
2)আমার এক খালাতো বোনের নিকাহ ফিক্স,হয়ে গিয়েছিল।এ অবস্থায় বাড়ি থেকে পালিয়ে এক কায়স্থ ছেলেকে বিয়ে করে,আফরিন থেকে সে এখন অনন্যা ঘোষ।
3)এটা যদিও চার বছর আগের কথা,আমি তখন 15।আমাদের এলাকারই একটা মেয়ে,যে কিনা মাদ্রাসায় পড়াশোনা করেছে।জান্নাত-জাহান্নামের ভয়ে ভীত,আবার হাফিজা সেইসঙ্গে আরবিতেও দক্ষ।ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ছিল,সেই কিনা 21 বছর বয়সে স্বামী সংসার ছেড়ে,একটা 38 বছরের 3 সন্তানের বাবা এক ব্রাহ্মণকে বিয়ে করে!এই চারবছরে আরো তিনটে বাচ্চার জন্ম দিয়েছে।মোট ছ'টা বাচ্চা পালে।আয়েশা থেকে সে এখন অন্বেষা।
এরকম উদাহরণ প্রচুর দেয়া যাবে,এই তিনটে মনে পড়ল তাই লিখলাম।এগুলো শুধু কলকাতার ঘটনা নয়,মুর্শিদাবাদের এক গ্রামে এক বছরে 57 টা মেয়ে হিন্দুদের বিয়ে করেছে,ঐ গ্রামের জনসংখ্যা মাত্র 4500।ঝাড়খন্ডে মৌলানার বিবি পালিয়েছে।বিহার,উত্তরপ্রদেশে এগুলো স্বাভাবিক হয়ে গেছে,দক্ষিণ ভারতেরও একই হাল।এগুলো কোন বিচ্ছিন্ন ঘটনা নয়।
মৌলানা তৌকির রাজার মতে এই সংখ্যা 10 লাখেরও বেশি।বহু ইসলামিষ্ট দল একে bhagwalovetrap বলে আখ্যায়িত করেছে।বিগত পঞ্চাশ বছরে ভারতে আন্তর্ধমীয় বিয়ের 70% মুসলিম পুরুষ,30% হিন্দু পুরুষ করেছে।কিন্তু আজ এই সংখ্যার 90% হিন্দু পুরুষের। কী এমন বদলিয়েছে শেষ দশ বছরে।
যৌনতা,অর্থ,প্রেম সেসব এত বড় সংখ্যায় এঘটনার উৎস হতে পারে না।কোন বিশেষ কারণে,সাধারণ মুসলিমা তো বটেই এমনকী পর্দাশীল,পাঁচ ওয়াক্ত নামাজী মোমিনারাও হিন্দুদের পছন্দ করছে?
আপনার কী মনে হয়?আপনার কোন অভিজ্ঞতা থাকলে সেটাও শেয়ার করুন।
Last edited: