Hello there guest and welcome to InterfaithLovers - home of quality interfaith erotica!
To gain full access you must Register. Registration is free and it takes only a few moments to complete.
Already a member? Login here then!

Clear message to all mulla ; "they'' no longer belong to you. Saffron revolution going on.

election campaign
1.gif
DX-3cuau9-Xg-QUUui-ezgif-com-optimize.gif
 
এ বারের লোকসভা ভোটে সারা দেশে প্রায় ৪৫০টি আসনে লড়ছে বিজেপি। এত বিরাট সংখ্যক আসনে মাত্র এক জন সংখ্যালঘু মুসলিমকে প্রার্থী করেছে পদ্মশিবির।
পশ্চিমবঙ্গের ৪২ আসনে বিজেপির কোনও মুসলিম প্রার্থী নেই। তবে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে এক সংখ্যালঘু মুসলিম মহিলাকে পরোক্ষে প্রার্থী করেছে বিজেপি। তবে তিনি বিজেপির ‘ডামি’ প্রার্থী। স্বভাবতই দলের প্রতীকে তিনি লড়ছেন না। লড়ছেন নির্দল হয়ে। আপাতত প্রতীকের অপেক্ষায় রয়েছেন। তাঁর নাম মুমতাজ আলি। কলকাতা বন্দর এলাকার বাসিন্দা মুমতাজ দক্ষিণ কলকাতা লোকসভা সংগঠনের ওবিসি মোর্চার সহ-সভাপতি পদেও রয়েছেন।

দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। তাঁর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে দক্ষিণ কলকাতা লোকসভা এলাকায় যে সংখ্যালঘু মুসলিমদের বাস, তাঁদের ভোট পাওয়া নিয়ে চিন্তায় দক্ষিণ কলকাতা জেলা বিজেপি নেতৃত্ব। তাই কৌশলগত ভাবেই তাঁরা মুমতাজকে ‘ছদ্ম’ বা ‘ডামি’ প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে‌ন।
২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির একমাত্র মুসলিম ক্যাণ্ডিডেটঃ ৩৭ বছরের ভরাযৌবনা শাদীশুদা ডবকা পাকীযা মিলফ মুমতাজ...😊

৩ বছর আগে মাথায় ছিলো হেজাব, এক দ্বীনদার পর্দানশীনা আওরত... ফলাফল নির্বাচন থেকে প্রত্যাহারঃ
maxresdefault.jpg


অতঃপর লাগাতার "বেটী লাগাও বাঁচাও" কর্মসূচীর প্রভাবে মুমতাজ বউ-দীর মাথায় পর্দা অপসারিত হয়ে উঠেছে সনাতনী শাড়ী, মাথার চুলও অনাবৃত, কপালে হিন্দুয়ানী বিন্দী, ঠোঁটে উর্বরতার প্রতীক চকচকে লাল লিপস্টিক, আর চেহারাও হয়েছে একেবারে ফেয়ার এ্যণ্ড পতঞ্জলী ফরসা (খাঁটি ভেষজ শাকাহারী মালাইদার সনাতনী ঘিয়ের কল্যাণে)
1715923557-south-kolkata-inside.jpg


মুসলিমরা যাকেই দিক না কেন, হিন্দু ভোটাররা মুমতাজ আলী বউ-দি কে একদম ভরেই দেবে... ভোট... ;)
 
Top